Sonar Char

সোনার চর ২০২৪ সালের আসন্ন একটি বাংলা ভাষার বাংলাদেশী রাজনৈতিক নাট্য চলচ্চিত্র। পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জাহিদ হাসান । প্রধান চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান, তার বিপরীতে অভিনয় করেছেন নবীন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা। বিশেষ দুই চরিত্রে ছিলেন মৌসুমী ও ওমর সানী । এতে পঁচাত্তর পরবর্তী সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে গল্প আবর্তিত হয়েছে।[২] যা ২০২৪ সালের ১১ই এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

অভিনয়শিল্পী

জায়েদ খান মৌসুমী ওমর সানী শহীদুজ্জামান সেলিম [৫] শবনম পারভীন [৬] স্নিগ্ধা আবুল হোসেন মজুমদার শাওন আশরাফ পাপিয়া মাহি

Download Now

1 thought on “Sonar Char

  1. Nice movie
    জাহিদ খানের ডিগবাজি খুব ভালো লাগছে 😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *